বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी


স্বর্গদূত

স্ব্র্গদুতেরা ঈশ্বরের সৃষ্ট অমর ও স্বর্গীয় সত্তা (প্রকাশিত বাক্য১৯:১০; ২২:৮-৯; কল.২:১৮; লুক ২০:৩৪-৩৬)| তাদেরকে পরিচর্যাকারী আত্মাও বলা হয় (ইব্রীয় ১:১৮)| তারা নির্লিঙ্গ ও অগুন্তি (লুক ২০:৩৪-৩৫; দানিয়েল ৭:১০; ইব্রীয় ১২:২২)|  বিভিন্ন ধরনের স্বর্গদূতের উল্লেখ আমরা পাই| করূব ঈশ্বরের বাগান ও তাঁর উপস্থিতিতে নিযুক্ত রয়েছে (অদি৩:২৪; যাত্রা২৫:২২; যিহি.২৮:১৩,১৪)| যিশায়৬:২,৩ পদে আমরা সরাফ (বা “জাজ্ব্ল্যমানেরা”) গনকে ঈশ্বরের আরাধনা করতে দেখি| দুজন শ্রেষ্ঠ শ্রেনীর স্বর্গদূত আছেন, মিখাইল, যিনি যোদ্ধা স্বর্গদূতদের সেনাপতি (যিহুদা১:১০; প্রকাশিত বাক্য ১২:৭) এবং গাব্রিয়েল, ঈশ্বরের সংবাদ বাহক (লুক ১:১৯; দানিয়েল ৮:১৬; ৯:২১)| এরা সেই স্বর্গ্দুতেরা যারা, যখন শয়তান (যে ছিল অভিষিক্ত কুরূব) ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন শয়তানের সঙ্গ দেয়নি কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল|স্বর্গ্দুতেরা প্রজ্ঞার অধিকারী (২ শমূয়েল ১৪:১৭; ১ পিতর ১:১২), ঈশ্বরের আজ্ঞা পালনকারী (গীত ১০৩:২০), ঈশ্বরের সম্মুখে তাঁর সশ্রদ্ধ আরাধনাকারী (নহিমিয় ৯:৬; ইব্রীয় ১:৬), তারা নম্র (২ পিতর ২:১১), পরাক্রমশালী (গীত ১০৩:২০) এবং পবিত্র (প্রকাশিত বাক্য ১৪:১০)| ঈশ্বরের আদেশ অনুসারে তারা ঈশ্বরের দাস ও সেবক (ইব্রীয় ১:১৪: গীত ১০৩:২০)|

Make a Free Website with Yola.