বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी

পবিত্র আত্মা

বাইবেলে পবিত্র আত্মাকে নানান নামে নামাঙ্কিত করা হয়েছে যেমন, ঈশ্বরের আত্মা (আদি.১:২), সত্যের আত্মা (যোহন ১৪:১৭), পবিত্র আত্মা (লূক ১১:১৩), পবিত্রতার আত্মা (রোমীয় ১:৪), এবং সহায় (যোহন ১৪:২৬)| পবিত্র আত্মা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ও জীবন দাতা (ইয়োব ৩৩:৪; গীত ১০৪:৩০)| তিনিই ঈশ্বরের বাক্য লিপিবদ্ধ করতে অনুপ্রাণিত করেন (২ পিতর ১:২১)| তার দ্বারাই ঈশ্বরের অলৌকিক দান সকল, ঈশ্বরের লোকেদের মধ্যে দিয়ে সমগ্র জগতে প্রতিভাত হয় (১শমূয়েল ১০:১০; প্রেরিত ১০:৩৮; ১ করি. ১২)| আধ্যাত্মিক বিষয়ের বোধশক্তি পবিত্র আত্মার কাছ থেকেই আসে (ইয়োব ৩২:৮; যিশাইয় ১১:২)| তিনিই ঈশ্বরের দাসদের অভিষিক্ত করেন এবং তাঁর দ্বারাই তারা ঈশ্বরের সেবাকার্যের জন্য পবিত্রীকৃত ও পৃথকীকৃত হন (প্রেরিত ১০:৩৮; ১যোহন ২:২৭)| তিনি যীশু খ্রীষ্টের প্রধান সাক্ষী এবং তিনি জগতের পাপ, ধার্মিকতা ও বিচার বিষয়ক দন্ডাজ্ঞা দেন (যোহন ১৫:২৬; ১৬:৮)| শিষ্যদের মধ্যে তার অবস্থিতির পূর্ণতার দ্বারা তারা শক্তিপ্রাপ্ত হন যাতে জগতের প্রান্ত পর্যন্ত খ্রীষ্টের সাক্ষী হন (প্রেরিত ১:৮)|

Make a Free Website with Yola.