বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी

বিচার

বাইবেল আমাদের শিক্ষা দেয় যে জগতের অন্তিম দিনে সমস্ত নৈতিক সত্তার ঈশ্বরের সামনে বিচার আসবে | অন্তিম দিন আসার আগের চিহ্নগুলি যীশু দিয়েছেন | তারা হলো : অনৈতিকতার বৃদ্ধি, ভাক্ত ভাববাদী, খ্রীষ্ট-বিরোধীর আগমন যে ঈশ্বরের লোকদের নির্যাতন করবে এবং পৃথিবীর রাজনৈতিক নিয়ন্ত্রণ করবে, যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ, অপরাধের মাত্রা বৃদ্ধি, ভ্রান্ত বিশ্বাসীর উত্থান, মহাকাশে অনেক কিছু চিহ্ন কার্য (মথি ২৪)| এইসব কিছুর পরে, ঈশ্বর-পুত্র মেঘের মধ্যে দিয়ে এবং তাঁর পরাক্রান্ত স্বর্গদূতেদের সঙ্গে আবির্ভূত হবেন (২থিস. ১:৭)| দিয়াবল এবং তার দূতেরা নরকে শাস্তি ভোগ করবে (মথি ২৫:৪১; প্রকা. ২০:১০)| যাদের নাম জীবন পুস্তকে লেখা নেই তাদের আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে (প্রকা. ২০:১০) কারণ তারা তাদের কাজ অনুযায়ী বিচারিত হবে (রোমীয় ২:৫,৬; যিহুদা ১৫)| খ্রীষ্ট বিশ্বাসীরা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে (প্রকা. ২১:৭)|

 

Make a Free Website with Yola.