বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी

মন্দদূত

মন্দ দূতেরা হলো তারা, যারা লুসিফারের সাথে যুক্ত হয়ে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল| লুসিফেরকে, শয়তান (প্রতিদ্বন্দী) ও বলা হয়, আদি সর্প, প্রলুব্ধকারী, দুষ্ট ব্যাক্তি, জগতের শাসক, এই যুগের ভগবান, খুনি, মিত্থুকদের পিতা প্রভৃতি নাম অবিহিত করা হয়েছে (যিশাইয় ১৪:১২-১৫; যিহিষ্কেল ২৮:১২-১৯; যোহন ১২;৩১; ২করি. ৪:৪; মথি ৪:৩; ১যোহন ৫:১৯; যোহন ৮:৪৪)| তাই এই মন্দ দূতদের এই বলেও অভিহিত করা হয় – “যে স্বর্গ দূতেরা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল,” যিহুদা ৬); এরাই পতিত স্বর্গ দূত|  তারা ঈশ্বরের কার্যের বিরোধিতা করে (১থিস. ২:১৮), তারা রাষ্ট্রকে ভ্রান্ত করে (প্রকাশিত বাক্য২০:৭-৮), তারা দাম্ভিক (১ তিম. ৩:৬), তারা প্রভাবিত করে মানুষকে বোধ দেয় যাতে সে ভাবে ঈশ্বর নেই(ইফি. ২:২), নিষ্ঠুর (১ পিতর ৫:৮), ক্রূর (ইয়োব ২:৪) এবং নানা প্রকার রোগ ও ব্যাধি দ্বারা মানবজাতিকে পীড়া দেয় (প্রেরিত ১০:৩৮; মার্ক ৯:২৫)| তারা অবিশ্বাসীদের মনের উপর অধিকার বিস্তার করে (মথি ৮:১৬), তারা একজন মানুষের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে (লূক ২২:৩), একজন মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে (প্রেরিত ৫:৩), এমনকি তারা জীব জন্তুর শরীরেও অবস্থিতি করতে পারে (লূক ৮:৩৩)|একজন বিশ্বাসীর দেহে কখনো মন্দ দূত অবস্থিতি করতে পারেনা কারন তার দেহ হলো পবিত্র আত্মার মন্দির, মন্দ দুতেদের জন্য সেখানে কোনো স্থান নেই (১করি. ৬:১৯; ১০:২১)|মন্দ দূতেরা ঈশ্বরকে বিশ্বাস করে ও তার সম্মুখে ভিত সন্ত্রস্ত হয়ে পরে (যাকোব ২:১৯)| শয়তান ও তার মন্দ দূতেরা ঈশ্বরের বিচারের জন্ন অপেক্ষা করছে (মথি ৮:২৯; প্রকাশিত বাক্য ২০:১০)| যীশু খ্রিস্টের বিশ্বাসীদের ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে মন্দ আত্মাদের প্রতিরোধ করতে আদেশ দেওয়া আছে (যাকোব ৪:৭) | একজন বিশ্বাসীর এটাও একটি গুন যে তারা ভুত ছাড়াবে (মার্ক ১৬:১৭) |

Make a Free Website with Yola.