বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी

মন্ডলী

মন্ডলী হলো প্রভু যীশু খ্রীষ্টের শিষ্যদের একটি গোষ্ঠী| সে (মহিলা) মেষশাবকের বধূ (প্রকা. ২১:৯; ইফি. ৫:২৫-২৭; প্রকা. ১৯-৭), খ্রীষ্টের দেহ (১করি. ১২:২৭) এবং ঈশ্বরের মন্দির হিসাবে পরিচিত (১পিতর ২:৫,৬; ইফি. ২:২১,২২; ১করি. ৩:১৬,১৭)| মন্ডলীকে “প্রেরিত এবং ভাববাদীগনের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে ; তাহার প্রধান কোণস্থ পাথর স্বয়ং খ্রীষ্ট যীশু” (ইফি. ২:২০)| অথএব, প্রেরিতদের মতবাদ এবং ভাববানীপুর্ণ নির্দেশই হলো মন্ডলীর ভিত্তি (প্রেরিত ২:৪২; ১৫:৩২)| মন্ডলী হলো সহ-বিশ্বাসীদের সহভাগিতা| সুতরাং, খ্রীষ্টানদের ওপর একত্রে সমবেত হওয়া পরিত্যাগ না করার জন্য নির্দেশ আছে (ইব্রীয় ১০:২৫)| মন্ডলী হলো ঈশ্বরের সংসার, তাঁর পরিবার; অথএব, এখানে অবশ্যই ঐক্য, সহযোগিতা, নির্দেশ, উত্পাদনশীলতা আছে (ইফি. ২:১৯; ১করি. ১:১০; যোহন ১৩:৩৫; গালা. ৬:১,২)| মন্ডলী হলো সার্বজনীয় এবং স্থানীয়|প্রভু যীশু খ্রীষ্ট মন্ডলীর যত্ন এবং শিক্ষা-দীক্ষার জন্য প্রেরিতদের, ভাববাদীদের, প্রচারকদের, শিক্ষকদের এবং যাজকদের অভিষিক্ত করেন (ইফি. ৪:১১-১২)| পবিত্র আত্মা মন্ডলীর সংশোধনের জন্য বিভিন্ন আত্মিক বরদান দিয়ে থাকেন (১.করি. ১২)| মন্ডলী প্রত্যেক জাতির কাছে যীশু খ্রীষ্টের সুসমাচার প্রচার করতে, তাদের শিষ্য বানাতে এবং তাদের যীশু খ্রীষ্টের শিক্ষায় শিক্ষা দিতে শেখায় (মথি ২৮:১৯-২০)| এই ঘোষণা চিহ্নসমূহ এবং বিস্ময় কার্যের দ্বারা সহযোগী হয়েছে যা প্রভু তাঁর বাক্যের নিশ্চয়তার জন্য করেন (মার্ক ১৬:২০; ইব্রীয় ২:৪)|মন্ডলীর দুটি আদেশ হলো জল বাপ্তিস্ম (মথি ২৮:১৯) এবং প্রভুর ভোগ (১করি. ১১:২৩-২৯)|যীশু খ্রীষ্ট তাঁর মন্ডলীর জন্য পৃথিবীতে ফিরে আসবেন| তখন, যারা খ্রীষ্টে মৃত তারা প্রথমে পুনরুত্থিত হবে এবং যারা জীবিত আছে তারা তাঁর সঙ্গে অনন্তকাল থাকার জন্য তাঁর সাথে মেঘের মধ্যে সাক্ষাত করতে যাবে (১থিষ. ৪:১৬,১৭)|

Make a Free Website with Yola.