বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी

মানুষ

ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে তাঁর মত করে ষষ্ঠ দিনে পুরুষ ও স্ত্রী হিসাবে মানুষ সৃষ্টি করলেন (আদি. ১:২৬-২৮)| যাতে তারা ঈশ্বরের গৌরব ও মহিমা প্রকাশ করে  এবং সমস্ত সৃষ্টির ওপর কর্তৃত্ব করে (গীত. ৮:৫; আদি. ১:২৮)| ঈশ্বর মানুষকে শারীরিক, মানসিক  এবং আত্মিক হিসাবে তৈরী করলেন; যার জন্য মানুষের শরীর, প্রাণ ও আত্মা আছে (আদি.২:৭; ইয়োব ৩২:৮; উপ. ১১:৫; ১২:৭; ১থিস. ৫:২৩)| প্রথম মানুষ আদমের দ্বারা পাপ এবং সেই পাপের দ্বারা মৃত্যু জগতে এল (রোমীয় ৫:১২)| বাইবেল শেখায় যে আদমের পাপের ফলে সব মানুষের কাছে মৃত্যু এল (রোমীয় ৫:১২)| মৃত্যুর স্বরূপ তিন প্রকার : আত্মিক মৃত্যু (ঈশ্বরের থেকে বিচ্ছেদ এবং তাঁর শত্রু হওয়া), শারীরিক মৃত্যু (শরীর থেকে আত্মার বিচ্ছেদ) এবং দ্বিতীয় মৃত্যু (নরক ভোগ) (ইফি. ২:১; কল. ১:২১; রোম. ৫:১০; প্রকা. ২১:৮)| পাপের দন্ডাজ্ঞা দ্বারা মানুষ মরণশীল হয়েছে|বাইবেল শেখায় যে “রক্ত ও মাংস” বা অনুতাপহীন মানুষ “ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না” কেননা ক্ষয় অক্ষয়তার অধিকারী হতে পারে না (১করি. ১৫:৫০)| অথএব, বিশ্বাসে আত্মা দ্বারা পুনর্জন্মই হলো পরিত্রানের একমাত্র পথ (যোহন ৩:৫,৬)| যখন কেউ যীশু খ্রীষ্টের প্রভুত্ব গ্রহণ করে, পুরানো সত্ত্বার দন্ডাজ্ঞা পরিবর্তিত হয় এবং প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে যে ঈশ্বরের রাজ্য আসছে তার অধিকারী হয়| দিয়াবলই হলো জগতের অন্য সব দেবতা (২করি. ৪:৪; ইফি. ২:২; ১যোহন ৫:১৯)|

Make a Free Website with Yola.