বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी

মন্দ আত্মা ছাড়ানো  

একজন বিশ্বাসীর, মন্দ আত্মা তাড়ানোর খ্রীষ্ট দত্ত অধিকার রয়েছে (মথি ১০:১,৮; মার্ক ১৬:১৭)| এই ক্ষমতার উত্স একমাত্র খ্রিস্ট| ঈশ্বরের আত্মা দ্বারা খ্রিস্ট মন্দ আত্মা ছাড়িয়েছেন (মথি ১২:২৮); তাই, একজন বিশ্বাসীর ও আত্মার বশে চলা উচিত (গালাতীয় ৫:২৫)| প্রার্থনা উপবাস এবং ঈশ্বরের কাছে সম্পুর্ন সমর্পন খুবই গুরুত্বপূর্ন বিষয় (মার্ক ৯:২৯; যাকোব ৪:৭)| একজন বিশ্বাসীর পবিত্র আত্মার দান, বিচক্ষনতার আত্মা লাভের নিমিত্ত প্রার্থনা করা উচিত (১করি. ১২:১০)| সাধারন নিয়মে বিশ্বাসীদের মন্দ আত্মাদের সাথে কথোপকথন করা উচিত নয় (মার্ক ১:২৪)| তারা প্রতারক| বিশ্বাসীরা যীশুর নাম তাদের তাড়াবে (প্রেরিত ১৬:১৮)| মন্দ আত্মা ছাড়ানোর সময় কখনো তোমার চোখ বন্ধ করবেনা, তুমি আদেশ দিচ্ছ, প্রার্থনা করছনা, মন্দ আত্মারা অনেক সময় দেখা যায় শারীরিক ভাবে হিংস্র হয়ে ওঠে (মথি ১৭:১৫; প্রেরিত ১৯:১৫,১৬)| বিশ্বাসীদের কখনই মন্দ আত্মাদের প্রশ্রয় দেওয়া উচিত্ নয় যাতে তার ঈশ্বরের প্রতি, তার বাক্যের প্রতি ও যীশু খ্রিস্টের পবিত্র আত্মার প্রতি বিশ্বাসকে তারা দুর্বল করে দেয়| মন্দ আত্মার একটি অস্ত্র হলো সন্দেহ (আদি ৩:১; মথি ৪:৩-১০)| প্রত্যেক মন্দ আত্মা ছাড়ানোর কাজ ঈশ্বরের দাসেদে ক্রমানুযায়ী ও নিযমানুবর্তিতার সাথে করা উচিত, একজনের আধিকারিক হিসাবে মূল কাজ করা উচিত এবং সেই সময় বাকিদের  তাকে প্রার্থনার দ্বারা সাহায্য করা বাঞ্চনীয় (১করি. ১৪:৩৩)| মন্দ আত্মা আক্রান্ত ব্যাক্তির শরীরে যদি কোনো মাদুলি, ধাগা, ধারণের আংটি, তাবিজ, কবচ থাকে সেগুলিকে আগে খুলে ফেলে দেওয়া উচিত কারন এগুলোর সাহায্যে মন্দ আত্মাকে শরীরে আঁকড়ে রাখতে সাহায্য করে (প্রেরিত ১৯:১৯)| মন্দ আত্মার কবল থেকে মুক্ত ব্যক্তিকে পাপ স্বীকার, অনুতাপ ও বিশ্বাসের মাধমে পবিত্র আত্মায় পূর্ণ করা উচিত যাতে মন্দ আত্মার পুনরাগমনকে বন্ধ করা যায় (মথি ১২:৪৪,৪৫)| তার পবিত্রতায় ও ঈশ্বরের ইচ্ছানুসারে জীবন যাপন করা উচিত (১যোহন ৫:১৮)|

Make a Free Website with Yola.