বাইবেলের তত্ত্ব


পরিত্রান

সুসমাচার বা শুভ সংবাদ ঘোষণা করে যে, সকল মানুষ যীশু খ্রীষ্টে বিশ্বাসের দ্বারা পাপ থেকে উদ্ধার পেতে পারে| ঈশ্বর তাঁর পুত্র যীশু খ্রীষ্টকে জগতে পাঠিয়েছেন ঈশ্বরের বলিকৃত মেষ হিসাবে যে জগতের পাপের জন্য প্রায়শ্চিত্ত করে (যোহন ১:২৯)| যীশু খ্রীষ্টের দেহ ছিল পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত এবং পৃথকীকৃত বলি স্বরূপ দেহ (লূক ১:৩৫; ইব্রীয় ১০:৫)| পবিত্র আত্মা যীশু খ্রীষ্টের কষ্ট প্রকাশ করেছেন, যা তিনি আমাদের পাপের কারণে ভোগ করেছেন, অতীতে ভাববাদীরা যেমন বলেছিলেন (১পিতর ১:১০,১১)| খ্রীষ্ট মানুষ এবং ঈশ্বরের মাঝে মধ্যস্থকারী হলেন তাঁর মাংসে মূর্তিমান এবং প্রায়শ্চিত্তমূলক মৃত্যুর দ্বারা; এইভাবে, অনন্তকালীন আত্মার দ্বারা তাঁর দেহের বলিদানের মাধ্যমে (ইব্রীয় ৯:১৪)| তিনি ঈশ্বরের উপস্থিতিতে আমাদের জন্য এক পথ খুললেন (ইব্রীয় ১০:১৯,২০)| তাঁর প্রায়শ্চিত্তমূলক মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যে দিয়ে যীশু খ্রীষ্ট ঈশ্বর এবং মানুষের মধ্যে পুনর্মিলনের একটি পথ স্বরূপ হলেন (রোমীয় ৫:১০; ইব্রীয় ১:৩)|যারা এই পরিত্রানের উত্সর্গকে প্রতাখ্যান করে, তারা প্রভুর মুখ থেকে ও তাঁর শক্তির প্রতাপ থেকে অনন্তকালস্থায়ী বিনাশরূপ শাস্তি ভোগ করবে (২থিষ. ১:৯)| যারা তাদের প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে তারা প্রভু যীশু খ্রীষ্টের রাজ্যের মধ্যে দিয়ে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার পেয়েছে (কল. ১:১৩)| তাদের যীশু খ্রীষ্টের সঙ্গে পুত্রত্ব এবং সহ-উত্তরাধিকারীর অধিকার দেওয়া হয়েছে (যোহন ১:১২; রোমীয় ৮:১৭)|

পরিত্রানের ফলাফলগুলি হলো নিম্নরূপ:

পাপের ক্ষমা (ইফি. ১:৭)| ধার্মিকগণনা (রোম. ৪:২৫)| অনন্ত জীবন (যোহন ৩:১৬)| স্বর্গের নাগরিকত্ব (ফিলি. ৩:২০)| অনন্তকালীন উত্তরাধিকার (ইব্রীয় ৯:১৫)| ব্যাধি এবং ভুতেদের ওপর কর্তৃত্ব (লূক ১০:১৯)| পবিত্র আত্মার ফল (গালা. ৫:২২,২৩)| একটি মহিমান্বিত পুনরুত্থান (১করি. ১৫:৫১-৫৪)|

Make a Free Website with Yola.