বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी

সৃষ্টি

বাইবেল আমাদের শেখায় যে, ঈশ্বর ছয় দিনে এই বিশ্ব ব্রম্ভান্ড ও তার মধ্যস্থ সমস্ত বস্তুর সৃষ্টি করেন (আদি ১:২; যাত্রা ২০:১১)| এখন যে সকল দৃষ্ট বস্তু আমরা পাই তার সবই অদৃষ্ট বস্তু থেকে সৃষ্ট (ইব্রীয় ১১:৩); অন্য ভাবে বলা যায়, শুন্য থেকে সৃষ্ট| ঈশ্বর প্রয়োজনীয়তা বোধে জগত সৃষ্টি করেননি কিন্তু তাঁর নিজের স্বাধীন ও সার্বভৌম ইচ্ছা শক্তি ও আনন্দ প্রযুক্ত সৃষ্টি করেছেন (প্রকাশিত বাক্য ৪:১১)| আলো ও আন্ধকার উভয়ই ঈশ্বরের সৃষ্টি (যিশায় ৪৫:৭; আদি ১:৩) উভয়ই ভৌত, পূর্ববর্তী ও পরবর্তী অনুপস্থিতির প্রকাশ| ঈশ্বর সময় ও সময়ের ভাগ সৃষ্টি করেছেন (গীত ৯০:২ তুমি পৃথিবী ও জগতকে জ্ন্ম দেবার পূর্বে {হিব্রু: খুল – ঘূর্ণন, আবর্তন} এমন কি অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই ঈশ্বর)| ঈশ্বর যীশু খ্রিষ্টের জন্য এই বিশ্ব ব্রম্ভ্যান্ড সৃষ্টি করেছিলেন, তিনিই সমস্ত কিছুর উত্তরাধিকারী (কল.১:১৬-১৮; ইফি. ১:১০)|

Make a Free Website with Yola.