বাইবেলের তত্ত্ব


© Domenic Marbaniang
Trans. Ayan Ghosh

Khasi Telugu हिन्‍दी

ঈশ্বর

বাইবেল আমাদের শেখায় যে, ঈশ্বর হলেন এই বিশ্বব্রম্ভান্ডের সৃষ্টিকর্তা (আদি ১:১)। সৃষ্টিকর্তা হিসাবে, তিনি সৃষ্টির অনুরূপ নন – আন্যভাবে বলা যায়, তাঁকে কেউ সৃষ্টি করেনি; তিনি স্বয়ম্ভু, তিনি শাশ্বত, অনাদি এবং অনন্ত। তিনিই সনাতন ঈশ্বর (যাত্রা ১৫:১৮; দ্বি.বি ৩৩:২৭)। বাইবেল আমাদের আরও শেখায় যে, ঈশ্বর হলেন আত্মা (যোহন ৪:২৪)।  ঈশ্বরকে আত্মারূপে কেউ কখনো দেখেওনি আর পরে দেখতেও পাবেনা, কারণ তিনি অদৃশ্য (কলসিয় ১:১৫; ১ তিমথি ১:১৭)। ঈশ্বর সর্ব-উপস্থিত (গীত ১৩৯:৭-১০), ক্ষমতায় অপরিমিত (মথি ১৯:২৬) এবং সর্ব-জ্ঞানী ও সর্ব-নির্ণায়ক (লুক ১২:২)।ঈশ্বর এক, যার প্রাথমিক অর্থ হল, তিনি অবিভাজ্য এবং দ্বিতীয়ত, তিনি ছাড়া আর কেউ নেই যাঁকে ঈশ্বর বলা যায়। ঈশ্বর মাত্র একজনই (দ্বি.বি ৪:৩৫)। ঈশ্বরই জীবন দান করেন (ইয়োব ৩৩:৪)। এই পৃথিবী তাঁর ও তিনিই পৃথিবীর শাসনকর্তা এবং বিচারক (গীত ১০:১৬)। শেষ দিনে মানুষের করা প্রত্যেকটি চিন্তা, উক্তি ও কাজের তিনি বিচার করবেন, একে বিচারের দিনও বলা যায় (২ পিতর ৩:৭)।বাইবেল পৃথিবীর সমস্ত মানুষকে আজ্ঞা দেয় যেন তারা শস্রদ্ধ ভয়ে ঈশ্বরের কাছে সমর্পিত হয়, পাপের জন্য অনুতপ্ত হয় ও বিশ্বাসে অনুগত হয় (উপদেশক ১২:১৩; প্রেরিত ১৭:৩০)।  বাইবেল আমাদের শেখায় যে, ঈশ্বর হলেন আমাদের পিতা (মথি ৬:৯; প্রেরিত ১৭:২৯), তিনি অনন্তকালীন প্রেমে, আমাদের প্রেম করেন (যিরমিয় ৩১:৩),  আর তাই চান না, আমরা আমাদের পাপে, বিনষ্ট হই (খারাপ চিন্তা আর মন্দ কর্ম, যার জন্য আমরা প্রত্যেকে পাপী)।  তাই ঈশ্বর নিজেই আমাদের পরিত্রানের পথ সৃষ্টি করলেন, তিনি মাংসে মূর্তিমান হলেন, নিজে আমাদের হয়ে শাস্তি ও কষ্ট ভোগ করলেন এবং ক্রুশে তার অনন্ত বলিদানের মাধ্যমে আমাদের পাপের জরিমানা দিলেন। সেইজন্য ঈশ্বরই একমাত্র ত্রাণকর্তা (যিহুদা ১:২৫)। যেকেউ তার হৃদয়ে, এই সত্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তিনি তৎক্ষণাৎ তা শোনেন, কারন ঈশ্বর সর্ব-উপস্থিত এবং তিনি আমাদের নিঃশ্বাসের চেয়েও কাছে আছেন (গীত ৩৪:১৭; ১৩০:১)। যে কেউ বলে, “ আমি আমার পাপের জন্য দুঃখিত, অনুগ্রহ করে আমায় ক্ষমা করুন প্রভু” ঈশ্বর তাঁকে ক্ষমা করেন, আর তার পাপ সকল, পূর্ব থেকে পশ্চিম যতদূর, ততোদূরে সরিয়ে দেন ( অন্য ভাবে বলা যায়, সম্পূর্ণ মুছে দিয়েছেন, গীত ১০৩:১২)। এই ক্ষমা ও জীবনকে আবার নতুন করে শুরু করার সুযোগ আমাদের দেওয়া হয়েছে যীশু খ্রিষ্টের আত্ম বলিদানের জন্য (যিনি ঈশ্বরেরই প্রতিরূপ এবং বাক্য যিনি মাংসে মূর্তিমান হন মানুষরূপে ২০০০ বছর আগে) যার দ্বারা তিনি পাপ ও মৃত্যুর পুরানো পৃথিবীর অবসান ঘটান, তৃতীয় দিনে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে আমাদের জন্য জীবনের নবীনতা নিয়ে আসেন।

Make a Free Website with Yola.